বিদেশী পাড়া’য় চঞ্চল চৌধুরী

মজনু সুপার শপে তিনজন সেলসম্যান কাজ করেন।  মজনু মিয়া প্রতিদিনই তার এই তিনজন সেলসম্যান নিয়ে বেকায়দায় পড়েন।  বেকায়দায় পড়ার পেছনে অবশ্য একটা কারণও আছে।  চুরি! মজনুর ব্যবসা পুরো একটা গ্রামজুড়ে।  আর সেই গ্রামের নাম সোনার পাড়া; তবে গ্রামটিতে সবাই বিদেশী পাড়া নামেই চিনে থাকেন।  বিদেশী পাড়ার পেছনেও একটা কারণ আছে।  ওই গ্রামের প্রায় মানুষই দেশের বাইরে বিদেশে থাকে।  গ্রামের পুরুষেরা লন্ডন, সৌদি, কাতার, আবুধাবি, ওমান-সব দেশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন।


/> গ্রামের পুরুষদের বউরা গ্রামের ভিতরে গড়ে উঠা বিউটি পার্লার ও মজনুর সুপার শপে কেনাকাটা নিয়ে প্রতিযোগিতায় ব্যস্ত সময় পার করেন।  কখনো কখনো মজনুকে নিয়েও কেউ কেউ ব্যস্ত থাকেন।  আর এমনই এক গল্পে নির্মাণ করা হয়েছে ধারাবাহিক নাটক ‘বিদেশি পাড়া’।  রাজধানীর অদূরে পুবাইলের বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং করা হয়েছে।  নাটকটির রচনা করেছেন অরণ্য পাশা ও নাহিদ নিয়াজী রিপন।   হিমু আকরামের পরিচালনায় নাটকটিতে চঞ্চল চৌধুরী ছাড়াও আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, ওয়ালিউল হক রুমি, ম ম মার্শেদ, দিহান, প্রিয়া আমান, নাদিয়া মিম, তাজিন আহমেদ, শাহনাজ খুশি ও এ্যানি খান প্রমুখ।


No comments

এখন থেকে ২৪ ঘণ্টা ফোনে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা যাবে

জনসাধারণ এখন থেকে পুলিশ সদস্যের যেকোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩...

Powered by Blogger.