ব্রেকআপের গুঞ্জনে রসায়নে ডুবে আছে রণবীর-দীপিকা
বলিউডে রণবীর-দীপিকা মধ্যকার সম্পর্ক এখন ওপেন সিক্রেট। যদিও মাত্র কদিন আগেই গুঞ্জনে ছিল যে তাদের দুজনের ব্রেকআপ হয়েছে। কিন্তু এবার দীপিকা নিজেই সেই সব গুঞ্জনের অগুনে জল ঢেলে দিলেন। দীপিকা সম্প্রতি GQ-ম্যাগাজিনের কভার ফটোতে রণবীরের ছবি দেখে দীপিকা প্রকাশ্যে তার প্রশংসা করলেন।
GQ ভারতের অন্যতম একটি ফ্যাশন ম্যাগাজিন। যার লাল কভারে রণবীরকে একদম হট দেখাচ্ছিল; যে কোনো মেয়েই তার কভার ছবি দেখলে একবাক্যে একথা স্বীকার নিবে। রণবীর তার সেই কভার
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এভাবে প্রকাশ্যে ছোট্ট একটি কথোপকথন স্পষ্ট করেই বুঝিয়ে দিচ্ছেন যে তাদের ব্রেকআপ নয়; দুজনের মধ্যে কী পরিমাণ রসায়ন চলছে।
No comments