ভাবনা যখন ৫০ বছর বয়সী এক নারী!
চেহারার মাঝে কোনো গ্ল্যামার নেই। মাথার প্রায় সমস্ত চুলগুলো যেনো পেকে গিয়েছে। একদম সাদাসিধে এক নারী। বয়স ৫০ বছর। ঠিক এমনি একটি চরিত্রে এবার আশনা হাবিব ভাবনা অভিনয় করলেন। তবে কোনো নাটক কিংবা ফিল্মে নয়; টেলিফিল্মে অভিনয় করেছেন। টেলিফিল্মটির নাম- জলফুল।
টেলিফিল্মে ভাবনা অভিনয় করবেন সুখ নামের চরিত্রে। সেখানে সুখ তার মা-বাবার কথা চিন্তা ভাবনা করে মনের মানুষকে ছেড়ে দেয়। অন্যজনকে বিয়ে করে। এতো অনেক বড় ত্যাগ স্কীকার করা। কিন্তু
ভাবনা টেলিফির্মে তার সুখ চরিত্র প্রসঙ্গে বলেন, এখানে অভিনয় করতে গিয়ে আমার নতুন এক অভিজ্ঞতা হয়েছে। একই চিত্রনাট্যে আমাকে একবার ২০ বছর ও অরেকবার ৫০ বছর বয়সী নারীর চরিত্রে তুলে ধরতে হয়েছে।
বিসমিল্লাহ খানের গল্পে ও পরিচালনায়- জলফুল টেলিফিল্মটি আখাউড়া জংশনে শুটিং হয়েছে। এতে ভাবনার বিপরীতে মীর রাব্বি অভিনয় করেছেন। ভাবনা ও মীর রাব্বি ছাড়াও এতে আখাউড়ার স্থানীয়রা অভিনয় করেছেন। টেলিফিল্মটি কোন চ্যানেলে এবং কবে নাগাদ প্রচারিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
No comments