দুপুর দুইটায় মুখোমুখি চিটাগং-কুমিল্লা, সন্ধায় সিলেট-রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)এ আজ প্রথম বারের মত মাঠে নামছে চিটাগং ভাইকিংস।  প্রতিপক্ষ এবারের আসরের অপরাজিত শক্তিশালী সিলেট সিক্সার্স।  এখন পর্যন্ত সিলেট হারেনি আর চিটাগং শিরোপা জয়ের লক্ষ্যে যাত্রা শুরু করবে।

অপরদিকে কুমিল্লা প্রথম খেলায় হারার পর আজ হয়ত জয়ের লক্ষ্যে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে।  জয়ের সূচনা করতে চায় তারা।  চারটি দলের দুটি খেলায় আজ উপভোগ করবে সিলেট নগরী।

বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে
মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।  দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস।  একই ভেন্যুতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।

চিটাগং ভাইকিংসের আইকন খেলোয়াড় সৌম্য সরকার।  দলটির অধিনায়কত্ব করবেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।  দলটিতে আরও খেলবেন তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শুভাশিস রায়, সিকান্দার রাজা, লুকে রঞ্চি সহ দেশি-বিদেশি আরও অনেক তারকা ক্রিকেটার।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইতোমধ্যে একটি ম্যাচ খেলেছে।  গত রবিবার সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচটিতে চার উইকেটে হেরেছিল তারা।  ২০১৫ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  কিন্তু গত আসরে তারা লিগ পর্ব থেকেই বিদায় নেয়।

অন্যদিকে, সিলেট সিক্সার্স এবার নতুন দল হিসাবে দুর্দান্ত সূচনা করেছে।  নিজেদের প্রথম দুই ম্যাচেই তারা জয় পেয়েছে।  উদ্বোধনী ম্যাচে ঢাকা ডায়নামাইটস ও পরবর্তী দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় পায় নাসির হোসেনের দল।

গত আসরে ফাইনাল খেলা দল রাজশাহী কিংস এবার নিজেদের প্রথম ম্যাচে হেরেছে।  গত শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্সের কাছে ছয় উইকেটে হেরে যায় ড্যারেন স্যামি-মুশফিকুর রহিমের দল রাজশাহী কিংস।

No comments

এখন থেকে ২৪ ঘণ্টা ফোনে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা যাবে

জনসাধারণ এখন থেকে পুলিশ সদস্যের যেকোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩...

Powered by Blogger.