ম্যাচের শুরুর দিকে দুই গোলে এগিয়ে গিয়েছিল
আর্জেন্টিনা। কিন্তু চমৎকারভাবে ঘুরে দাঁড়ানো নাইজেরিয়ার সামনে
দ্বিতীয়ার্ধে কোনো প্রতিরোধই গড়তে পারেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিপর্বে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে ৪-২ গোলে হেরেছে হোর্হে সাম্পাওলির দল।
এভার
বানেগা ও সের্হিও আগুয়েরোর গোলে পিছিয়ে পড়ার পর বিরতির খানিক আগে ব্যবধান
কমান কেলেচি ইহেনাচো। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন অ্যালেক্স আইওবি; অন্যটি
ব্রায়ান আইডোয়ুর।
গোলরক্ষক ড্যানিয়েল আকপেয়ির ভুলের সুযোগ কাজে
লাগিয়ে ২৭তম মিনিটে দলকে এগিয়ে দেন এভার বানেগা। ডি-বক্সের ঠিক বাইরে
আকপেয়ি হাত দিয়ে বল ধরলে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। দারুণ শটে বল জালে
পাঠান সেভিয়ার এই মিডফিল্ডার।
এগিয়ে যাওয়ার পর আক্রমণাত্মক হয়ে ওঠা
আর্জেন্টিনা ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। ডান দিক থেকে ক্রিস্তিয়ান
পাভোনের ক্রস পেয়ে ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে গোলটি করেন আগুয়েরো।
গত
শনিবার রাশিয়ার বিপক্ষে একমাত্র জয়সূচক গোলটি করে আর্জেন্টিনার ইতিহাসের
গোলদাতার তালিকায় দিয়েগো মারাদোনাকে ছাড়িয়ে গিযেছিলেন আগুয়েরো। বসেন তৃতীয়
স্থানে থাকা হের্নান ক্রেসপোর পাশে। আর এবার ৩৬ গোল নিয়ে এককভাবে তৃতীয়
স্থানে রইলেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।
৪৪তম মিনিটে চমৎকার
ফ্রি-কিকে ব্যবধান কমান লেস্টার সিটির ফরোয়ার্ড ইহেনাচো। গোলরক্ষক আগুস্তিন
মার্চেসিন ঝাঁপিয়ে বলে হাত লাগালেও ঠেকাতে পারেননি।
দ্বিতীয়ার্ধে
দুই মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠিয়ে এগিয়ে যায় নাইজেরিয়া। ৫২তম
মিনিটে ইহেনাচোর পাস পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আর্সেনালের ফরোয়ার্ড
আইওবি। একটু পরই ইহেনাচোর পাস পেয়ে ডি-বক্সে ঢুকে প্রথম সুযোগে নেওয়া শটে
গোলরক্ষককে পরাস্ত করেন এই অর্ধের শুরুতে বদলি নামা ডিফেন্ডার ব্রায়ান
আইডোয়ু।
৭৩তম মিনিটে আইওবির দ্বিতীয় গোলে আর্জেন্টিনার ম্যাচে ফেরার
আশা শেষ হয়ে যায়। আহমেদ মুসার পাস ধরে মাসচেরানোকে কাটিয়ে জোরালো শটে বল
জালে জড়ান আর্সেনালের এই ফরোয়ার্ড।
নাইজেরেরিয়ার বিপক্ষে এর আগে
সাতবারের দেখায় একবারই হেরেছিল আর্জেন্টিনা। ২০১১ সালে ম্যাচটি ৪-১ গোলে
জিতেছিল নাইজেরিয়া। বাকি ছয় ম্যাচের পাঁচটিতে জিতেছিল আর্জেন্টিনা, অন্যটি হয়েছিল ড্র।
ম্যাচের শুরুর দিকে দুই গোলে এগিয়ে গিয়েছিল
আর্জেন্টিনা। কিন্তু চমৎকারভাবে ঘুরে দাঁড়ানো নাইজেরিয়ার সামনে
দ্বিতীয়ার্ধে কোনো প্রতিরোধই গড়তে পারেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
<a
href='https://revive.bdnews24.com/www/delivery/ck.php?n=aa0edbd2&amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE'
target='_blank'><img
src='https://revive.bdnews24.com/www/delivery/avw.php?zoneid=188&amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE&amp;n=aa0edbd2'
border='0' alt='' /></a>
রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিপর্বে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে ৪-২ গোলে হেরেছে হোর্হে সাম্পাওলির দল।
এভার
বানেগা ও সের্হিও আগুয়েরোর গোলে পিছিয়ে পড়ার পর বিরতির খানিক আগে ব্যবধান
কমান কেলেচি ইহেনাচো। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন অ্যালেক্স আইওবি; অন্যটি
ব্রায়ান আইডোয়ুর।
গোলরক্ষক ড্যানিয়েল আকপেয়ির ভুলের সুযোগ কাজে
লাগিয়ে ২৭তম মিনিটে দলকে এগিয়ে দেন এভার বানেগা। ডি-বক্সের ঠিক বাইরে
আকপেয়ি হাত দিয়ে বল ধরলে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। দারুণ শটে বল জালে
পাঠান সেভিয়ার এই মিডফিল্ডার।
এগিয়ে যাওয়ার পর আক্রমণাত্মক হয়ে ওঠা
আর্জেন্টিনা ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। ডান দিক থেকে ক্রিস্তিয়ান
পাভোনের ক্রস পেয়ে ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে গোলটি করেন আগুয়েরো।
গত
শনিবার রাশিয়ার বিপক্ষে একমাত্র জয়সূচক গোলটি করে আর্জেন্টিনার ইতিহাসের
গোলদাতার তালিকায় দিয়েগো মারাদোনাকে ছাড়িয়ে গিযেছিলেন আগুয়েরো। বসেন তৃতীয়
স্থানে থাকা হের্নান ক্রেসপোর পাশে। আর এবার ৩৬ গোল নিয়ে এককভাবে তৃতীয়
স্থানে রইলেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।
৪৪তম মিনিটে চমৎকার
ফ্রি-কিকে ব্যবধান কমান লেস্টার সিটির ফরোয়ার্ড ইহেনাচো। গোলরক্ষক আগুস্তিন
মার্চেসিন ঝাঁপিয়ে বলে হাত লাগালেও ঠেকাতে পারেননি।
দ্বিতীয়ার্ধে
দুই মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠিয়ে এগিয়ে যায় নাইজেরিয়া। ৫২তম
মিনিটে ইহেনাচোর পাস পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আর্সেনালের ফরোয়ার্ড
আইওবি। একটু পরই ইহেনাচোর পাস পেয়ে ডি-বক্সে ঢুকে প্রথম সুযোগে নেওয়া শটে
গোলরক্ষককে পরাস্ত করেন এই অর্ধের শুরুতে বদলি নামা ডিফেন্ডার ব্রায়ান
আইডোয়ু।
৭৩তম মিনিটে আইওবির দ্বিতীয় গোলে আর্জেন্টিনার ম্যাচে ফেরার
আশা শেষ হয়ে যায়। আহমেদ মুসার পাস ধরে মাসচেরানোকে কাটিয়ে জোরালো শটে বল
জালে জড়ান আর্সেনালের এই ফরোয়ার্ড।
নাইজেরেরিয়ার বিপক্ষে এর আগে
সাতবারের দেখায় একবারই হেরেছিল আর্জেন্টিনা। ২০১১ সালে ম্যাচটি ৪-১ গোলে
জিতেছিল নাইজেরিয়া। বাকি ছয় ম্যাচের পাঁচটিতে জিতেছিল আর্জেন্টিনা, অন্যটি হয়েছিল ড্র।
No comments