রশীদ খান ভেঙে দিলেন ‘স্ট্যাম্প’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে ১৪তম ম্যাচে টসে জিতে
মিসবাহ-উল-হকের চিটাগং ভাইকিংসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে কুমিল্লা
ভিক্টোরিয়ান্স অধিনায়ক মোহাম্মদ নবি।
ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুন হয় চিটাগং ভাইকিংসের ব্যাটিংয়ে মাঠে ঝড় তলে লুক রনচি। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৬তম ওভারটি করতে আসেন রশীদ খান। ওভারের ২ বলেই আসে সফলতা তার করা দ্বিতীয় বলটি সরাসরি বল আঘাত হানে মিডেল স্ট্যাম্পে। তাতেই মিডেল স্ট্যাম্পটি ভেঙে দু'ভাগ হয়ে যায়। আউট হয় মুনারাবিরা।
ক্রিকেটে প্রায়ই দেখা যায় ফাস্ট বোলাররা বল করে স্ট্যাম্প ভেঙে ফেলেছেন। তবে স্পিনারদের ক্ষেত্রে এটা খুবই কম দেখা যায়, বলতে গেলে দেখাই যায় না।
ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুন হয় চিটাগং ভাইকিংসের ব্যাটিংয়ে মাঠে ঝড় তলে লুক রনচি। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৬তম ওভারটি করতে আসেন রশীদ খান। ওভারের ২ বলেই আসে সফলতা তার করা দ্বিতীয় বলটি সরাসরি বল আঘাত হানে মিডেল স্ট্যাম্পে। তাতেই মিডেল স্ট্যাম্পটি ভেঙে দু'ভাগ হয়ে যায়। আউট হয় মুনারাবিরা।
ক্রিকেটে প্রায়ই দেখা যায় ফাস্ট বোলাররা বল করে স্ট্যাম্প ভেঙে ফেলেছেন। তবে স্পিনারদের ক্ষেত্রে এটা খুবই কম দেখা যায়, বলতে গেলে দেখাই যায় না।
No comments